Mirpur Bangla School And College

Slide Slide Slide Slide

আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্

প্রধান পৃষ্ঠপোষক
মাননীয় সংসদ সদস্য ১৮৯, ঢাকা-১৬

মিসেস ফরিদা ইলিয়াস

সভাপতি
মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ

মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশ

অধ্যক্ষ ও সদস্য সচিব
মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ

“জাতীয় সঙ্গীত”

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে
পাগল করে,
মরি হায়, হায় রে, ও মা,
অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি
মধুর হাসি।
কী শোভা, কী ছায়া গো
কী স্নেহ, কী মায়া গো
কী আঁচল বিছায়েছ বটের মূলে
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে
সুধার মতো,
মরি হায়, হায় রে
মা, তোর বদনখানি মলিন হলে,
ও মা, আমি নয়নজলে ভাসি।

"শপথ বাক্য"

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না- দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো।

মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

"বিদ্যালয় সঙ্গীত"

এই আমাদের জীবনটাকে
মানে আর সম্মানে,
জ্ঞানে আর বিজ্ঞানে
করে দেয় অর্থময়
মীরপুর বাংলা উচ্চ বিদ্যালয়!!


এখানে আমরা লিখি পড়ি
খেলাধূলা, হাসি-গানে জীবন গড়ি
শিক্ষক শিক্ষিকার আদরে শাসনে
জীবনকে করে দেয় আলোময়!!
মীরপুর বাংলা উচ্চ বিদ্যালয়!!

এখানে কেটে যাবে দশটি বছর
জীবনের অসংখ্য সোনালী প্রহর!
যেখানে যতদূর যাবো তারপর
স্মৃতির মণি কোঠায় রবে অক্ষয়!!
মীরপুর বাংলা উচ্চ বিদ্যালয়!!
মীরপুর বাংলা উচ্চ বিদ্যালয়!!!!!!

“বিশেষ দ্রষ্টব্য”

কোন শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতি মোট কার্ধকালের ৮০% এর কম হলে তার বার্ষিক ফলাফল স্থগিত থাকবে। উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হলে তাকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে না। বার্ষিক ফলাফলে প্রাপ্ত নম্বর ৩৩%-এর কম হলে তাকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে না। এমতাবস্থায় তাকে উক্ত শ্রেণিতে পুনঃভর্তি হতে হবে অথবা ছাড়পত্র নিতে বাধ্য থাকতে হবে। তবে কোন শিক্ষার্থী একই শ্রেণিতে দুই বছরের বেশী অধ্যয়ন করতে পারবে না। সেক্ষেত্রে তাকে ছাড়পত্র দেওয়া হবে। বিশেষভাবে উল্লেখ থাকে যে, কোন শিক্ষার্থীর ডায়েরিতে প্রোগ্রেস রিপোর্ট প্রদত্ত নম্বর বা পরীক্ষার উত্তরপত্রে প্রদত্ত নম্বর পরিবর্তন, শিক্ষকের স্বাক্ষর জাল, পরীক্ষা কক্ষে অসদুপায় অবলম্বন, আচার-আচারণে এবং আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড়পত্র দেওয়া হবে।

Documentary