Mirpur Bangla School And College

মীরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বিদ্যালয়। শিক্ষায় বিশ্বমান স্পর্শ করা এবং মিরপুরের শিক্ষার্থীদের ভালাে ও সফল মানুষ হিসেবে গড়ে তােলার লক্ষ্যে আধুনিক শিক্ষায় শিক্ষা প্রদানের ব্রত নিয়ে ১৯৬৪ সালে প্রায় ৩ একর জমির উপর গড়ে উঠেছে অত্যাধুনিক নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান মীরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটি MBHSC বা “বাংলা স্কুল” নামে ও পরিচিত। বিদ্যালয়টির ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শাখা বিদ্যালয় রয়েছে। একটি দক্ষ পরিচালনা পর্ষদের দূরদর্শী দিক নির্দেশনায় ১ম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠানের স্বপ্ন যাত্রা। বর্তমানে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়টির শাখা ২টির একটি মিরপুর-১১ (বালক) ও মিরপুর-৬ (বালিকা) এ অবস্থিত। ছাত্র- ছাত্রীরা এই বিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। ঢাকা শিক্ষা বোর্ড এর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বিষয়গুলি পড়ানো হয়ে থাকে। এখন বিভিন্ন ক্লাবের মাধ্যমে সহশিক্ষা কার্যক্রমের পরিচালনা করা হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে অর্জিত জ্ঞানের আলােয় আলােকিত হবে শিক্ষার্থীদের মেধা ও মনন, সৃজন উৎসবে মেতে উঠে নেতৃত্বের নব আলােক ধারায় বির্নিমাণ করবে নতুন বিশ্ব।