মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষার ধারাবাহিক মানোন্নয়নে চর্চার মধ্য দিয়ে মীরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘকাল ধরেই অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়ে আলোর দিশারীর ন্যায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বিদ্যালয় মেধাবী ও মননশীল সমাজ গঠনে আন্তরিকভাবে নিয়োজিত। মীরপুর পল্লবী এলাকায় মানসম্পন্ন শিক্ষার বিস্তার, নতুন জ্ঞান সৃষ্টি তথা আমাদের জাতিসত্তার বিকাশকে সম্মুন্নত রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি।বিহারী অধ্যুষিত এলাকায় উর্দূ ভাষাভাষী জনগোষ্টির মাঝে বাংলা নামের স্কুল প্রতিষ্ঠা ছিল বড়ই চ্যালেঞ্জিং। দীর্ঘ পথ পরিক্রমায় মীরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা প্রসারে আধুনিক ডিজিটাল কলাকৌশল, শিক্ষা সরঞ্জাম, পন্থা পদ্ধতি ব্যবহার করে অনন্য ভূমিকা পালন করে চলেছে। বর্তমান অধ্যক্ষের নেতৃত্বে নবীন প্রবীণের সম্মীলনে একটি দক্ষ টীম নিরলস কাজ করে চলেছে, চলেছে পূর্ণতার দিকে নিয়মিত, বয়ে আনছে একাডেমিক সামর্থ্য ও সাফল্যের বারতা। শতবর্ষের পথে এগিয়ে চলা দেশের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীরা মেধা ও মননে শ্রেষ্ঠ।এরা দেশ ও দশের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে কাজ করবে দেশের প্রানস্পন্দনকে হৃদয়ের গভীরে ধারন করে। মীরপুরের অক্সফোর্ড খ্যাত অত্র প্রতিষ্ঠানটি দীর্ঘ পথপরিক্রমায় এ অঞ্চলের জনগোষ্ঠির বুদ্ধিবৃত্তিক মেধা বিকাশে তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছে। এ প্রসঙ্গে আমাদের বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা সরকারের ১৪ বছরের শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটি অর্জনের কথা তুলে ধরা প্রয়োজন। জাতীয় শিক্ষানীতি' ২০১০ প্রণয়ন ও বাস্তবায়নের ধারাবাহিকথায় জেএসসি, জেডিডি, এস এস সি ও এইচ এস সি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রত্যেকের হাতে বই পৌছে দেয়া, স্বাক্ষরতার হার ৭৫ শতাংশে বৃদ্ধিকরন, মাল্টিমিডিয়া ক্লাস মনিটরিং এর উদ্দেশ্যে অনলাইন ড্যাশ বোর্ড চালু, ৯৯ শতাংশ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করন, ৬ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করণ, নোট গাইড নির্ভর শিক্ষার পরিবর্তে বৈচিত্র ও নতুনত্ব আনাসহ সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তন, প্রায় প্রত্যেকটি পুরানো জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সহ রূপকল্প ২০২১ অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একটি জ্ঞান ভিত্তিক ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়ছে। অত্র প্রতিষ্ঠানটিও এর গর্বিত অংশিদার। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও মেধার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে নিজের জীবনে সাফল্যের পাশাপাশি দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বলে আমি প্রত্যাশা করি। ঐতিহ্য ও উচ্চমানকে সমান গুরুত্বে লালন করার এক উজ্জ্বল দৃষ্টান্ত মীরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়াসহ দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির পথ প্রদর্শক হচ্ছে অত্র শিক্ষা প্রতিষ্ঠান।দেশের প্রথিতযশা , শিক্ষক, শিক্ষাবিদ, বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিজ্ঞানী, রাজনীতিবিদ, আইনজীবিসহ সমাজের নানা ক্ষেত্রে শ্রেষ্ঠ সন্তানদের অনেকেরেই শেকড় উপ্ত হয়েছে এ বিদ্যালয়ে। আমি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সম্মানীত শিক্ষকমন্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, কর্মচারী এবং বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।


আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্
প্রধান পৃষ্ঠপোষক
মাননীয় সংসদ সদস্য ১৮৯
ঢাকা-১৬
dhaka16