আঞ্চলিক পরিসর থেকে বিশ্বব্যাপী বিকাশমান জ্ঞান অন্বেষণ, জ্ঞান চর্চার প্রসার করার মাধ্যমে, অবাঙ্গালি, বিহারী অধ্যুষিত এলাকায় মীরপুর বাংলা নামে, মীরপুরের অক্সফোর্ড খ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ১৯৬৪ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি মেধাবী ও মননশীল সমাজ গঠনে জ্ঞানচর্চায় গুরুদায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছে। বিশ্ব প্রেক্ষাপটে যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুনগত মান বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। ইতিহাসের দীর্ঘপথ পরীক্রমায় এ অঞ্চলের জনগোষ্ঠিক বুদ্ধিবৃত্তিক মেধাবিকাশের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় বরাবরই তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে চলেছে। শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সহ দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির পাইওনিয়ার হচ্ছে অত্র প্রতিষ্ঠানটি দেশের প্রথিতযশা , শিক্ষক, শিক্ষাবিদ, বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিজ্ঞানী, রাজনীতিবিদ, আইনজীবিসহ সমাজের নানা ক্ষেত্রে শ্রেষ্ঠ সন্তানদের অনেকেরেই শেকড় উপ্ত হয়েছে এ বিদ্যালয়ে। বুদ্ধিবৃত্তিক দেশ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বাধীন সার্ভভৌম এ ভূখন্ডের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এ বিদ্যালয়।
দিনবদলে শিক্ষার বিকল্প নেই। এক মাত্র শিক্ষাই পারে সমাজের অজ্ঞতা ও কুসংস্কার ও পাশ্চাৎপদতাকে পিছনে ঠেলে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে। সরকারের শিক্ষা গবেষনায় বিশ্বমান নিশ্চিত করতেও এ প্রতিষ্ঠান বদ্ধপরিকর। আমরা জানি, আজকের বিশ্বে থেমে থাকা মানে পছিয়ে পড়া, আর পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া। বর্তমান অধ্যক্ষ শিক্ষক কর্মচারীর সুহৃদ ও হিতাকাংখী হিসেবে সুখ দুঃখ ভাগাভাগি করে, একে অপরের সহচার্যে এনে, পারস্পারিক ভাববিনিময়ের মাধ্যমে বন্ধুত্বের এক অপূর্ব সেতু বন্ধন রচনা করে শিক্ষার প্রানবন্ত ও নান্দনিক এক পরিবেশ তৈরী করেছেন। এটি এমন একটি বিদ্যালয় যেটি বাংলাদেশ জাতি রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি জাতির মননশীলতা মানবিকতা এবং উদার সাংস্কৃতিক রাজনৈতিক চেতনার ভিত্তি তৈরীতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ পথ পরিক্রমায় অত্র প্রতিষ্ঠানটি শতবর্ষের দ্বারপ্রান্তে। বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ঢাকা-১৬ আসনের মাননীয় এম পি মহোদয়ের বাণী, অধ্যক্ষ মহোদয়ের বাণী, প্রতিষ্ঠানের বর্তমান ও অতীত ইতিহাস সন্নিবেশিত হচ্ছে।
আমি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সম্মানীত শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিবারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।


মিসেস ফরিদা ইলিয়াস
সভাপতি
মীরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মিরপুর-১১ ও ৬, ঢাকা-১২১৬
2mp16